ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অনাস্থা ভোটে পরাজিত
- By Jamini Roy --
- 05 December, 2024
ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে গতকাল ৪ ডিসেম্বর বুধবার ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়েছেন। ফ্রান্সের ৫৭৭ সদস্যের পার্লামেন্টে ৩৩১ জন সদস্য তার সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন, যার মাধ্যমে মাত্র তিন মাসে তিনি ক্ষমতা থেকে সরে যাচ্ছেন। এটা ফ্রান্সের ইতিহাসে ১৯৬২ সালের পর প্রথম কোনো সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হলো।
বার্নিয়ে সরকার প্রধান হওয়ার পর থেকেই রাজনৈতিক অচলাবস্থা চলছিল। দেশটির সরকার একটি বিতর্কিত বাজেট বিল পাস করার জন্য বিশেষ ক্ষমতা ব্যবহার করে, যা পার্লামেন্টের ভোট ছাড়াই অনুমোদন লাভ করে। এই পদক্ষেপ বিরোধী দলের চরম সমালোচনার মুখে পড়ে এবং তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।
বাজেট বিলের উদ্দেশ্য ছিল সরকারি ঘাটতি কমানোর জন্য ৬ হাজার কোটি ইউরো কর বাড়ানো এবং ব্যয় কমানো। তবে, গত নভেম্বরের একটি জরিপে দেখা যায়, ৬৭ শতাংশ মানুষ এই বাজেটের বিরোধিতা করেছেন। এর ফলে সরকার আরও চাপে পড়ে এবং বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব জমা দেয়।
পার্লামেন্টের স্পিকার ইয়ায়েল ব্রাউন-পিভেট বলেন, বার্নিয়েরকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে তার পদত্যাগপত্র জমা দিতে হবে এবং পার্লামেন্ট বিলোপের ঘোষণা করতে হবে।
আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে, বার্নিয়েকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ৭৩ বছর বয়সী বার্নিয়ের দীর্ঘ রাজনৈতিক জীবনে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট আলোচনায় প্রধান মধ্যস্থতাকারী ছিলেন।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং পরিস্থিতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।